ঐক্যফ্রন্টের গণশুনানিতে ‘গণঘুম’ হয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপি ও ঐক্যফ্রন্টের গণশুনানি গণঘুমে পরিণত হয়েছে বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণশুনানিতে কিন্তু সবাই গণঘুমে ব্যস্ত ছিলেন। আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা দেখলাম। গণশুনানির সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন। গণশুনানির নামে এটি আসলে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। এর কোনো আবেদন তারা জনগণের কাছে তৈরি করতে পারেননি।’

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি কিংবা ঐক্যফ্রন্টের ঘন ঘন বিদেশিদের সাথে দেখা করার মাধ্যমে, তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পায়। যেকোনো কিছু হলে দেশে তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। এটি দেশকে শুধু অপমানিত করে তা নয়, তাদের নিজেদেরও অপমানিত করে। বিএনপির উচিত জনগণের জন্য রাজনীতি করা এবং জনগণের কাছে যাওয়া।’

তিনি আরও বলেন, তাদের দলের একজন নেতা বলেছেন, গণশুনানির পাশাপাশি তাদের নেতাদের শুনানি করা প্রয়োজন, কার কি ভূমিকা ছিল সে বিষয়ে। আমিও মনে করি তাদের নেতাদের শুনানি করার প্রয়োজন, কার কি ভূমিকা ছিল এবং আছে।’