দেশ লুটেদের হাতে চলে যাচ্ছে: মেনন

কোটি কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না, দেশে বিনিয়োগ না করে বিদেশে টাকা পাচার করছে। দেশ আজ এই সব ঋণ খেলাপি লুটেদের হাতে চলে যাচ্ছে বলে মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।

সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় দিকে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ভ্লাদিমির লেনিনের ১৪৯তম জন্ম-জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, ‘দেশে আজ খেলাপি ঋণের পরিমাণ ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। এই সরকারের আমলে সবচেয়ে বেশি খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।’

তিনি আরো বলেন, ‘রাষ্ট্র আজ আমাদের নয়, কৃষকের নয়, সাধারণ জনগণের নয়, বিনিয়োগকারী নামে ঋণ খেলাপি আর লুটেরাদের হাতে রাষ্ট্র আজ চলে গিয়েছে।’

সাধারণ মানুষের কথা উল্লেখ করে মেনন বলেন, ‘যারা গরিব মানুষ ক্ষেতমজুর তাদের জন্য পেনশন চালু করতে হবে। আমাদের নিরাপত্তা স্তর বেড়েছে। নানা ধরনের ভাতা দেয়া হচ্ছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতাসহ সবধরনের ভাতা দেয়া হচ্ছে। তবে সেই ভাতা তাদের কাছে পৌঁছাচ্ছে কি-না সেটা দেখার বিষয়।’

লেলিনের কথা উল্লেখ করে এই নেতা বলেন, ‘লেলিন পৃথিবীকে এগিয়ে নিয়ে এসেছে। তাকে আমরা যুগ যুগ ধরে স্মরণ করব। লেলিন আমাদের মাঝে বেঁচে আছেন এবং থাকবেন।’

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শফিকুর জামান, শিক্ষাবিদ ড. সুশান্ত দাসসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন।