‘প্রধানমন্ত্রীর নির্দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে’

সিরাজগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে, এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর চেষ্টা করছি। প্রতিটি এলাকায় সংস্কৃতি চর্চার সুষ্ঠু পরিবেশ তৈরি করা হবে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে পুষ্পকানন কর্মসূচিতে বৃক্ষরোপণ ও মোনাজাত করে মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সিরাজগঞ্জে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। যেখানে সব সংগঠনগুলো পয়লা বৈশাখ, নবান্ন উৎসব রবীন্দ্র-নজরুল জয়ন্তীসহ সব জাতীয় দিবসগুলো পালন করতে পারবে।

সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক)ফিরোজ মাহমুদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা, আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আসাদ উদ্দীন পবলু প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান (লালন)। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।

পরে বিকেলে প্রতিমন্ত্রী কাজিপুর উপজেলার পৌর এলাকায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নাট্যধার আয়োজিত সাত দিনব্যাপী নাট্যোৎসব উদ্বোধন করেন।