ড. কামাল এখন রাস্তার ভাষায় কথা বলছেন : কাদের

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন রাজনীতির ভাষা ছেড়ে এখন রাস্তার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের অধীনে পুনর্বাসিত কাঁচপুর-মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করার পর একথা বলেন তিনি।

গতকাল শনিবার ড. কামাল হোসেন বলেছিলেন, ‘এখন যারা ক্ষমতায় আছে, তাদের লাথি মেরে দেশ থেকে বের করে দিতে হবে। পদত্যাগ পদত্যাগ বললে হবে না। পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে। ওই সব ভাষায় না হলে, তাদের হাত ধরে টেনে রাস্তায় নামিয়ে দিতে হবে।’

এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি ড. কামাল হোসেন রাজনীতির ভাষা ছেড়ে রাস্তার ভাষায় কথা বলছেন। ড. কামালের বক্তব্যে শুধু রাজনীতিবিদ নয়, সারা দেশের মানুষ ব্যথিত, লাথি মেরে সরকারকে ক্ষমতা থেকে নামানো-এটা রাজনীতির ভাষা নয়, রাস্তার ভাষা।’

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘বেগম জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত সেটা কোনো রাজনৈতিক মামলা নয়। তাই তাকে রাজনৈতিকভাবে মুক্তি দেওয়ার সুযোগ নেই।’

‘বেগম খালেদা জিয়ার মুক্তির নামে বিএনপি যদি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে, তবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

এদিকে নির্ধারিত সময়ে দ্বিতীয় কাঁচপুর-মেঘনা-গোমতী সেতু নির্মাণ ও বিদ্যমান পুরাতন সেতু তিনটির পুনর্বাসন কাজ শেষ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’