করোনায় নতুন করে সংক্রমিত হননি কেউ

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে আশার কথা হলো দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হননি। তবে আগে আক্রান্ত হওয়া এক ব্যক্তি মারা গেছেন যিনি বিদেশ থেকে আগত একজনের পরিবারের সদস্য। সেই রোগীটি শনাক্ত হয়েছিল চলতি মাসের ১৮ তারিখে। তখন তিনি এলাকার একটি হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে তার ক্লিনিক্যাল অবস্থা খারাপ হলে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। ’

ডা. ফ্লোরা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৬৫ বছর। তার ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল। এ সমস্ত জটিলতার কারণে তিনি আজকে (বুধবার) সকালে মৃত্যুবরণ করেছেন।’

আইইডিসিআরের পরিচালক আরও বলেন, ‘দেশে এই মুহূর্তে আইসোলেশনে আছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও দুজন। সর্বমোট সুস্থ হয়ে গেছেন সাতজন।’