অসহায় মানুষদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে যুবলীগ নেতা গাজী বাবু

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় ভ্যান ও রিক্সা দিয়ে কর্মহীন অসহায় শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের বাড়ি বাড়ি নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

আজ শনিবার সকাল থেকে মোবাইল কল,ম্যাসেন্জারের তালিকা অনুযায়ী সুত্রাপুর ,গেন্ডারিয়া ,শ্যামপুর, ডেমরা, যাত্রাবাড়ী, রমনা,বংশাল,লালবাগ,হাজারীবাগ থানার অন্তত গত মোট ২০০ টি পরিবার ও ১০০ টি রিক্সা,ভ্যান, কাভার্ড ভ্যান ,সিএনজি চালাক এর কাছে খাদ্য সামগ্রী তুলে ও পৌঁছে দিচ্ছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের চারটি টিম।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ৫ কেজি ,ডাল ১ কেজি ,তেল ১ কেজি, আটা ২ কেজি,আলু ২ কেজি ,পিঁয়াজ ১ কেজি, এবং সাবান ২টা।

জানতে চাইলে দক্ষিণ যুবলীগ নেতা বলেন , প্রধানমন্ত্রী রাস্ট্রনায়ক শেখ হাসিনা নিদর্শনায় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আত্বমানবতায় পাশে দাড়িয়েছে যুবলীগ। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয় ও মধ্যবিত্ত দিনমজুরদের পাশে দাড়াচ্ছে। আমি নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি আরও বলেন , ঢাকা শহরের যেকোনো প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবেন। আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রী তাদের ঠিকানায় পৌছে দিব। বিশেষ করে আমরা রিক্সা,ভ্যান, কাভার্ড ভ্যান ও সিনজি চালকদের খাদ্য সামগ্রী দেই।এদের খাবার প্রয়োজন তাই বেশ কিছু এলাকায় কর্মহীন,দিনমজুর ও অসচ্ছল এবং মধ্যবিত্ত পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী গোপনে পৌঁছে দেয়া হচ্ছে ।

সমাজের বিত্তবানদের আহবান জানিয়ে তিনি বলেন, অসচ্ছল ও মধ্যোবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনের জন্য সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকায় নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।