বিএনপিকে ১০ হাজার মাস্ক দিলো চীন

করোনা সংকটের মধ্যে বিশ্বভ্রাতৃত্বের স্মারক হিসেবে বিএনপিকে ১০ হাজার মাস্ক দিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্যমতে, বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কূটনৈতিক কোরের সদস্য শামা ওবায়েদকে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ সুরক্ষায় তাদের জন্য মাস্ক অনুদান পাঠানো হয়েছে।

বিষয়টি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করেন শামা ওবায়েদ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসুকে ঢাকাস্থ চীন দূতাবাসে পাঠান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির এই তিন প্রতিনিধির হাতে ১০ হাজার মাস্ক তুলে দেন চীনা দূতাবাসের কর্মকর্তা ফেং ঝিজা ও ঝি। পরে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষ থেকে চীনা কমিউনিস্ট পার্টি ও ঢাকাস্থ চীনা দূতাবাসকে ধন্যবাদ জানান।