শেখ হাসিনার কারাবন্দী দিবসে যুবলীগের খাবার ও বস্ত্র বিতরণ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে প্রতিবন্ধী, দুস্থ ও পথচারীদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়৷

পুরো বিষয়টি তত্বাবধায়ন করেন সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। এদিন বৃহস্পতিবার রাজধানীর ভিক্টোরিয়া পার্কে ৫০০ অসহায় মানুষের মাঝে তিনি খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, আজ ১৬ জুলাই বাঙালি জাতির ইতিহাসে একটি কালো দিন। গণতন্ত্রের মানসকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারাবন্দী দিবস। ২০০৭ সালে এ দিনে তৎকালীন ফখরুদ্দিন-মঈনুদ্দিনের এই অগণতান্ত্রিক সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে।

যুবলীগের এ নেতা বলেন, সেই সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য ছাত্র আন্দোলনসহ যুব সমাজকে সঙ্গে নিয়ে সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ১১ মাস পর মুক্ত করা হয়।

খাবার ও বস্ত্র বিতরণের পর সূত্রাপুরের শিংটোলা জামে মসজিদে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থাস্থ্য কামনা করে দোয়ার আয়োজন করা হয়।