ট্রাম্প প্রণোদনা প্যাকেজে বাধা দিলে পরিণাম হবে ভয়ংকর: বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, করোনা মহামারি মোকাবেলায় কংগ্রেস থেকে পাশ হওয়া প্রণোদনা প্যাকেজ স্বাক্ষরে ট্রাম্প বিলম্ব করতে থাকলে পরিণাম ভয়ংকর হবে।

এক বিবৃতিতে বাইডেন বলেন, এই দায়িত্বহীনতার পরিণাম হবে ধ্বংসাত্মক। প্রায় এক কোটি আমেরিকান বেকারত্ব বীমা সুবিধা থেকে বঞ্চিত হবে।

এছাড়া কয়েকদিনের মধ্যে সরকারি অর্থায়নের মেয়াদ শেষ হবে। এর ফলে গুরুত্বপূর্ণ সেবা এবং সামরিক বাহিনী ঝুঁকির মধ্যে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।

গত মঙ্গলবার ট্রাম্প এক ভিডিওতে ৯০ কোটি মার্র্কিন ডলারের এ প্রণোদনা প্যাকেজকে অমর্যাদাকর বলে উল্লেখ করেন। যদিও সোমবার এটি কংগ্রেসে বিপুল ভোটে পাশ হয়।

ট্রাম্প প্রনোদনা প্যাকেজে কিছু পরিবর্তন আনার দাবি করে জানান, না হলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানাবেন।
কিন্তু তিনি সংশোধনের যে দাবি জানিয়েছেন তাতে সম্মত নয় সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল এবং হাউজের সংখ্যালঘিষ্ঠ নেতা কেভিন ম্যাককারথি।