কঠোর বিধিনিষেধের মধ্যদিয়ে লকডাউন শুরু

কঠোর বিধিনিষেধের মধ্যদিয়ে শুরু হলো দেশব্যাপী ৭ দিনের লকডাউন। রোববার (৪ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার (৫ এপ্রিল) ভোর ছয়টা থেকে থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে।

নির্ধারিত জরুরি সেবার মধ্যে রয়েছে- পণ্যপরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯-এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ’ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ দফা নিষেধাজ্ঞায় সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বইমেলা, সিনেমা হল চালানোর সুযোগ থাকছে। নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচাবাজার। তবে গণপরিবহন, শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে প্রজ্ঞাপনে কোনো নির্দেশনা দেয়া হয়নি।