নাইজেরিয়ার সামরিক বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলায় ৩০ সেনা নিহত

নাইজেরিয়ার বোর্নো রাজ্যে এক সামরিক বাহিনীর ঘাঁটিতে জঙ্গিদের হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন।

সামরিক পোশাকে সজ্জিত জঙ্গিরা উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের মাইনোক শহরের সেনাঘাঁটিতে স্থানীয় সময় রোববার দুপুরে ওই হামলা চালায়। খবর রয়টার্সের।

কয়েকঘণ্টার চেষ্টার পর সবশেষে দেশটির প্রতিরক্ষা বাহিনী সেনাদের উদ্ধারে বিমান হামলা শুরু করলে জঙ্গিরা পিছু হটতে শুরু করে।

হামলাকারীরা একটি ইসলামিক কট্টরপন্থী আঞ্চলিক অঙ্গ সংগঠনের সদস্য বলে ধারাণা করা হচ্ছে।

দেশটির একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে বলেন, তারা এ ঘটনার বিষয়ে একটি বিবৃতি দেবেন। তবে তারা আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়রা বলেছেন ডঙ্গি হামলায় অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছে।

চলতি বছর নাইজেরিয়াতে বর্ধিত নিরাপত্তাহীনহতার কারণে বহু সেনা ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এক মাস আগেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে উগ্রবাদীদের চারটি হামলায় ৩০ সেনা সদস্য ৩০ সেনা সদস্য প্রাণ হারান।