মেয়র আব্বাস ৩ দিনের রিমান্ডে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর মহানগর ম্যাজিস্ট্রেট (এমএম) আদালত-২ এর বিচারক শংকর কুমার শুনানি শেষে আব্বাসের জামিন আবেদন নাকচের পর এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আজ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এসময় আসামিপক্ষ জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

এর আগে গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাকে আদালতে সোপর্দের পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আজ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসময় আসামিপক্ষ জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

বৃহস্পতিবার ভোরে তাকে নিয়ে রাজশাহী পৌঁছায় বোয়ালিয়া থানা পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকার কাকরাইলে থাকা একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে র‌্যাব।