হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষে আটক ১০

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে ১০ জনকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

আটকরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার চরগাঁও মোল্লাবাড়ির মো. আমিনের ছেলে মিজান উদ্দিন (২২), ছোটবহুলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোজাম্মেল হোসেন (২৩), পূর্ব বহুলা গ্রামের মৃত তাজ মিয়ার ছেলে জুবায়ের আহমেদ (২২), রিচি গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুর রউফ রুবেল (২৪), চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আব্দুল হকের ছেলে সাইফুর রহমান সুজন (২৪), একই উপজেলার জারুলিয়া গ্রামের হাজী কাছম আলী মীরের ছেলে মীর শওকত আলী সেলিম (৪০), লাখাই উপজেলার কাটিহারা গ্রামের হাজী আলী আকবরের ছেলে খাইরুদ্দীন আহমেদ স্বাধীন (২১), জেলা শহরের মাহমুদাবাদ এলাকার সোলেমান মিয়ার ছেলে কামরুজ্জামান উজ্জ্বল (২১), শায়েস্তানগর এলাকার মৃত শাহ আরজত আলীর ছেলে আমিন শাহ (৩০) ও বাহুবল উপজেলার সারাংপুর গ্রামের ধনাই মিয়ার ছেলে সোহাগ (২৫)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ১২ সদস্যকে আহত করে ও দুইটি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি নিচ্ছে