খোলা থাকবে ঢাবির আবাসিক হল

সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। এছাড়া আগামীকাল (২৩ জানুয়ারি) থেকে অনলাইন ক্লাস শুরু হবে। সীমিত হবে প্রশাসনিক ভবনের কার্যক্রম।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের শ্রেণি কার্যক্রম চালু থাকবে। আগামী রোববার থেকে আমরা অনলাইন ক্লাসে যাচ্ছি। এ সময় পরীক্ষাও অনলাইনে হবে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমরা আবাসিক হল বন্ধ করব না। শিক্ষার্থীরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি হলে অবস্থান করবেন। প্রশাসনিক ভবনের কার্যক্রমও আমরা সীমিত করব।

এর আগে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও সেশনজট নিরসনে অনলাইন ক্লাস চলমান থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।