ক্ষমতায় বসার নিশ্চয়তা চায় বিএনপি: আব্দুর রহমান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, সব জায়গা থেকে যখন নির্বাচন কমিশন আইন প্রণয়নের দাবি উচ্চারিত হলো তখন শেখ হাসিনা আইন গঠনের উদ্যোগ নিলেন। আইন সংসদে পাস হলো। কিন্তু যারা এ আইনের দাবি তুলেছিলেন, তারাই এখন বলছেন, এ আইন মানি না। বিএনপি-জামায়াত চক্র এ আইন মানতে চায় না। কারণ হলো একটাই, তারা নিশ্চয়তা চায় ক্ষমতায় বসার।

রোববার ( ৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।

আব্দুর রহমান আরও বলেন, ক্ষমতার মালিক জনগণ। জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাকে ম্যান্ডেট দেবেন তিনিই হবে পরবর্তী প্রধানমন্ত্রী। আমরা বিশ্বাস করি, আগামী দিনে নিরপেক্ষ নির্বাচন যদি হয় আবারও বাংলার মানুষ শেখ হাসিনাকে ম্যান্ডেট দেবেন। আর সেটি জানেন বলেই সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ষড়যন্ত্রের গলি পথ ধরে ক্ষমতায় আসতে চায়। এ ষড়যন্ত্র রাজপথে থেকে ছাত্রলীগকে রুখে দিতে হবে।

অনেক জল্পনা-কল্পনা শেষে দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।