বেগম জিয়াকে অ্যাওয়ার্ড দেওয়ায় তথ্যমন্ত্রী মনোকষ্টে ভুগছেন: রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দেওয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মনোকষ্টে ভুগছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আন্তর্জাতিক বিশ্ব থেকে খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এমন সম্মানে হাছান মাহমুদ চরম আত্মপীড়ন ও মনকষ্টে ভুগছেন। এ কারণেই তিনি (হাছান মাহমুদ) বলেছেন, এই অ্যাওয়ার্ড নাকি টাকা দিয়ে কেনা হয়েছে।

তিনি বলেন, পদক কিনে বস্তা ভরার ইতিহাসতো আওয়ামী লীগের। ক্ষমতাসীন হলেই বানের স্রোতের মতো আপনাদের কাছে পদক আসে। আপনার বক্তব্যে প্রমাণ হলো-অতীতে আপনারাই পদক কিনেছেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ।