মাতৃভাষা দিবসে জাপার নানা কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২১ ফেব্রুয়ারি, সোমবার প্রথম প্রহরে পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি র্শীষ নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টি ও বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সোমবার সকাল ১১টায় বনানী কার্যালয় মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক পার্টির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি। জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপিসহ পার্টির শীর্ষ নেতারা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।