জনগণের সোচ্চার কণ্ঠে আওয়ামী লীগ আতঙ্কিত: রিজভী

অবৈধ রাজনৈতিক শক্তি সবসময় আতঙ্কে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘অবৈধ রাজনৈতিক শক্তির কারণে তারা জনগণের পদশব্দে আতঙ্কিত হয়। জনগণের সোচ্চার কণ্ঠেও তারা আতঙ্কিত হয়।আতঙ্কের কারণেই সরকার আজকে রাষ্ট্র শক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের চেতনায় সাঁজিয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লেলিয়ে দিচ্ছে। রক্ত ঝড়াচ্ছে।’

দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বুধবার (২ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকেও তাদের চেতনার সঙ্গে রাঙিয়েছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন-আদালত সব জায়গায় নিজেদের লোক বসিয়ে সব কিছুকে করায়ত্ব করে গোটা জাতিকে উপনিবেশ বানিয়েছে তারা।’

বিএনপির এ নেতা বলেন, ‘আজকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন যারা গণতন্ত্র, নাগরিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষকে নির্দয়ভাবে দমন করছে। আজকে দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে ঠিক একই কায়দায় তাদের সন্ত্রাসী বাহিনী এবং তাদের চেতনায় লালিত পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে সরকার।’

রিজভী বলেন, ‘সরকারের কাছ থেকে পুরস্কার নিয়ে পুলিশ বাহিনী বিএনপির সমাবেশে তাণ্ডব চালাচ্ছে। সেই কারণে তারা রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে এ সব নারকীয় কাজগুলো করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল হোসেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।