আগামী নির্বাচনে আগের মতো ভোর রাতে ভোট শেষ হয়ে যাবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এই প্রশাসন থাকবে, এই পুলিশ থাকবে, এই র‍্যাব থাকবে, এই কমিশনার থাকবে। তারা প্রধানমন্ত্রীর নির্দেশে আগের মতো ভোর রাতে ভোট শেষ করে দেবেন।’

‘তার নমুনা হচ্ছে ডিএমপি কমিশনারের কয়েক দিন আগের বক্তব্য। তিনি বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যে বক্তব্য রেখেছেন বিরোধী রাজনৈতিক নেতারাও এমন কথা বলতে পারেন না।’

শনিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে রুয়েটের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কেউ কেউ জাতীয় সরকারের কথা বলছেন। যারা নির্বাচিত সরকার তারাইতো জাতীয় সরকার। যখন আওয়ামী লীগ জাতীয় সরকারের কথা বলে, তখন বুঝতে হবে এরমধ্যে মহা কিন্তু আছে।’

তিনি বলেন, পরিষ্কার বলতে চাই, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলেছেন, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তারপর যারা বিজয়ী হবে বা বিজয়ী না হলেও গণতন্ত্রের পক্ষে থাকা সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। সুতরাং আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহ খালেদ হাসান, সাবেক সচিব আনহ আখতার হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইঞ্জিনিয়ার ইকবালুর রহমান রুকন প্রমুখ।