রুশ বিমান হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন ৪০ লাখ মানুষ: জেলেনস্কি

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোতে রুশ বিমান হামলার ঘটনায় প্রায় ৪০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার(২৮ অক্টোবর) দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট এমন দাবি করেন।

ভাষণে জেলেনস্কি বলেন, ব্ল্যাকআউট কমাতে আমরা সবকিছু করে যাচ্ছি। গোলা দিয়ে আমাদের ভাঙতে পারবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সরকার দেশটির জনগণকে চার ঘণ্টার বেশি বিদ্যুৎ না থাকার বিষয়ে সতর্ক করে দিয়েছে।
শুধু কিয়েভই না ইউক্রেনের মধ্যাঞ্চলের মানুষজনকেও ব্ল্যাকআউটের মধ্যে পড়তে হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, রুশ হামলায় ইউক্রেনের এক-তৃতীয়াংশ বিদ্যুৎ স্থাপনা ধ্বংস হয়েছে। কিয়েভ অঞ্চলের বিদ্যুৎ সক্ষমতা ৩০ শতাংশ কমেছে। বেসরকারী জ্বালানি সংস্থা ডিটিইকে বলেছে, এর কারণে অভূতপূর্ব অবস্থা তৈরি হবে।

বিদ্যুৎ না থাকায় ইউক্রেনে বিদ্যুৎ চালিত যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। পাশাপাশি বাড়িতে বিদ্যুৎ না থাকাতে ইউক্রেনের বেসামরিক মানুষজনও অস্বস্তিতে পড়েছেন।

সূত্র: বিবিসি