আইইবি’র কৃষি কৌশল বিভাগের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র কৃষি কৌশল বিভাগের ২০২৩-২০২৫ মেয়াদের দায়িত্ব গ্রহণ করেছেন কৃষি কৌশল বিভাগের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মিছবাহুজ্জামান চন্দন,ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান এবং সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম।। এছাড়া প্রকৌশলী মোঃ শরিফুর রহমান ও প্রকৌশলী হুসাইন মোঃ খালিদুজ্জামান সদস্য পদে দায়িত্ব গ্রহণ করেন।

সোমবার (২২ মে) আইইবি’র সদর দপ্তরে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু ও কৃষি কৌশল বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হুসেন ভূঞা পিইঞ্জ থেকে নতুন নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, এইচএজিএস প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শেখ মাসুম কামাল, কৃষি কৌশল বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আবুল কাশেম মিয়া, বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আক্তার হোসেন খান, প্রকৌশলী ড. আলাউদ্দিন হোসেন, প্রকৌশলী রিয়াদ মাহমুদ পলাশ, প্রকৌশলী মাকসুদুর রহমান আলবার্ট, মেকানিক্যাল ডিভিশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন ও ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মাসুদ রানা প্রমুখ।