বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দিকে নিতে চায়: নানক

বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, পঁচাত্তরের পর বাংলাদেশকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র হয়েছে আজকেও একটি ষড়যন্ত্র হচ্ছে। আর সেই ষড়যন্ত্রের ধারক হচ্ছে বিএনপি-জামায়াত। তারা ধ্বংসের দিকে নিতে চায় আমার দেশকে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

নানক বলেন, ১৫ আগস্টের সাতদিন আগে গুলশানের একটি বাড়িতে জিয়াউর রহমান বৈঠক করেছিলেন, যে বৈঠকেই চূড়ান্ত হয়েছিল বঙ্গবন্ধু কিলিং প্ল্যান।

তিনি বলেন, সে কারণেই জিয়া কোনো প্রতিবাদ করেননি। সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ তিনিও কিছু বলেননি।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, সেদিন আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভয়ভীতিতে ছিলেন বা তাদের মধ্যে কাপুরুষতা ছিল, নয়তো আত্মসমর্পণের প্রবণতা ছিল, তাই কোনো প্রতিরোধের ডাক আসেনি।

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার বীর সেনাপতি এই ছাত্রলীগ। আগামীতে যত ষড়যন্ত্রই হোক আমাদের কোনো ভয় নেই। কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন।