চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জাহিদ হাসান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত জাহিদ আজমপুর বাজারে একটি দোকানে চাকরি করত। সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গুচ্ছগ্রামের মৃত নূর জামানের ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আগামী ৫ অক্টোবর রোডমার্চ কর্মসূচি সফল করতে বিএনপি নেতাকর্মীরা আজমপুর বাজারসংলগ্ন এলাকায় একটি বাড়িতে প্রস্তুতি সভার আয়োজন করে। সভা শেষে তারা আজমপুর বাজারে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে হতাহতের ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, আজমপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক কিশোর মারা গেছেন। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।