রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ঝটিকা মিছিল

সরকারের পদত্যাগসহ এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর খিলগাঁও, কাঁটাবন, খিলক্ষেত, তেজগাঁও কলেজ এলাকায় ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। আর গাজীপুরের কালিয়াকৈর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এর বাইরে রাজধানীর ধানমন্ডি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল এবং টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়া অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি ফটকে ছাত্রদলের নেতারা তালা লাগিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে গত চার দিনের মতো আজও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। কার্যালয়ে আসেননি দলটির কোনো নেতাকর্মী। তবে, বরাবরের মতো বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, গতকাল রাতে রাজধানী থেকে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাসিরুল ইসলাম খান, বনানী থানা ছাত্রদলের সহ-সভাপতি লৎফুর রহমানকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে।