খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ গ্রেপ্তার

নাশকতার মামলায় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শওকত কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১ নভেম্বর) বটিয়াঘাটা থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, খুলনা নগরীর বিভিন্ন থানা ও জেলা-উপজেলায় তার নামে নাশকতার মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ বিএনপির ২০০ নেতাকর্মীর নামে সোনাডাঙ্গা থানায় নাশকতার মামলা হয়েছে।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোরশেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

একই দিন খুলনা সদর থানায় বিএনপি নেতা আমির এজাজ খানসহ ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে কয়েকটি নাশকতার মামলা দায়ের করে সদর থানা পুলিশ। খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন এসআই খালিদ উদ্দিন।

এ ছাড়া জেলার বটিয়াঘাটা থানাসহ বেশ কয়েকটি থানায় আমির এজাজ খানের নামে নাশকতার মামলা রয়েছে।