রাজপথে হেরে গিয়ে চোরা গুপ্তপথে হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম করছে বিএনপি-জামাত: ইঞ্জি.মো.সবুর

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপি-জামাত জনগণের কাছে হেরে গেছে। বিএনপি-জামাত রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারেনি। বিএনপি-জামাত জ্বালাও পোড়াও বেঁছে নিয়েছে। রাজপথে হেরে গিয়ে চোরা গুপ্তপথে হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম করছে বিএনপি-জামাত।

বুধবার (৮ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য-অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)’র নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। ৭ নভেম্বর বিপ্লবের নামে অসংখ্য সামরিক-বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। জিয়াউর রহমানের উত্তরসূরী তারেক রহমান ও একই পথে ক্ষমতায় আসতে চায়।

তিনি আরও বলেন, ১৯৭৫ ও ২০২৩ সাল এক নয়। দেশের জনগণ এখন রাজনৈতিক সচেতন। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক শক্তিশালী। দেশের জনগণ অবরোধ চায় না, চায় উন্নয়ন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মতো ক্ষমতায় আনবে।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকারের দেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বিশ্বমানের উন্নয়ন হয়েছে বাংলাদেশে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক চুল্লীসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ট্রেন দিয়ে কক্সবাজার যাওয়া যায়৷

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, তৃনমুলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় মনোনয়ন পেলে স্মার্ট দাউদকান্দি তিতাস গড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম কেরামত, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির নেওয়াজ সোহেল, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন আপন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুভাষ ভৌমিক, মহিলা বিষয়ক সম্পাদক ঝর্ণা আক্তার,দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন,দাউদকান্দি পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার, পৌর যুবলীগের সভাপতি আহসান হাবিব মিলন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফকরুল আলম সরকার, যুগ্ম আহবায়ক মনির হোসেন,সদর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্লা আল আমিন,দাউদকান্দি ছাত্রলীগের সভাপতি প্রার্থী রিয়াদসহ দাউদকান্দি উপজেলা,তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।