বিএনপির কালো পতাকা মিছিল শনিবার

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।

মিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

এছাড়া, ১২ দলীয় জোটের উদ্যোগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি বেলা ৩টা ৩০ মিনিটে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিক থেকে, এলডিপি বেলা ১১টা বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে কালো পতাকা মিছিল করবে।