হাসপাতালে ছাত্রলীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নতুন কিছু নয় : বিএনপি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুসরাত তারিন তন্বী ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি।

দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের পোষ্য ক্যাডার বাহিনী ছাত্রলীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী এ হামলা করেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, ইতোপূর্বে আমরা দেখেছি ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবীদের সরকারি বাহিনী ও তাদের সহযোগীরা নানা পদ্ধতিতে হয়রানি করতে। তারই ধারাবাহিকতায় অনৈতিকভাবে একটি ওষুধ কোম্পানির নির্দিষ্ট ওষুধ না লেখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ কর্মস্থলের কাছে একজন নারী চিকিৎসক ও তার পরিবারের ওপর হামলার ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে ছাত্রলীগসহ আওয়ামী গুন্ডা বাহিনীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড নতুন কিছু নয় বলেও দাবি করেন ডা. রফিক।

আইনের শাসন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকায় দেশের সবক্ষেত্রে নৈরাজ্য এক নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, অবিলম্বে ডা. তন্বী ও তার পরিবারের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।