কুমিল্লায় সাংবাদিক হত্যায় চারজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক হত্যায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন মামলার এজাহারভুক্ত আসামি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিকেলে বুড়িচং থানায় নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬-৭জনের নামে মামলা করেন।

গ্রেফতাররা হলেন- বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইকবাল হোসেন পলাশ, বিন্দিয়ার চর মিদ্যা বাড়ির সুলতান মিয়ার ছেলে ফরহাদ আহমেদ মনির। তদন্তের স্বার্থে বাকি দুই যুবকের নাম জানায়নি পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এজাহারভুক্ত দুজন ও সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে ১৩ এপ্রিল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা হায়দ্রাবাদে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যান। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।