রিজভীর বক্তব্য রায়ের প্রতি ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শনের শামিল: হাছান

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২১ আগস্ট হামলা মামলার রায়ের পর সবদিক থেকে ধিকৃত হচ্ছে বিএনপি। তাই দলটি রায় নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। গতকাল সংবাদ সম্মেলনে রিজভী যে বক্তব্য দিয়েছেন তা জাতির সাথে নির্মম মশকরা, আদালত অবমাননার শামিল। তার এই বক্তব্য রায়ের প্রতি ‘বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন’ করার শামিল।’

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘২১ আগস্ট গ্রেনেট হামলার জন্য আওয়ামী লীগই দায়ী’- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ মন্তব্যের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘রিজভীর এ বক্তব্য বিএনপির রাজনৈতিক মিথ্যাচারেরই অংশ।’

এ প্রসঙ্গে হাসান আরও বলেন, ‘২১ আগস্ট হামলার পর প্রশাসনের দায়িত্বরতদের চাকরিচ্যুত করা তো দূরের কথা তদন্তও পর্যন্ত করা হয়নি। তার এ বক্তব্য আদালতের  রায়ের প্রতি কটাক্ষ করা। আমি আদালতের প্রতি অনুরোধ করবো স্বপ্রণোদিত হয়ে রিজভীর এ বক্তব্যের জন্য তাকে বিচারের আওতায় নিয়ে আসা হউক।’

তিনি বলেন, ‘২১ আগস্ট হামলার পর বিচারপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে বিএনপি তদন্ত কমিশন গঠন করেছিল। সেই তদন্ত কমিশনও জাতির সাথে মশকরা করেছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি শুধু জড়িতই নয়, তাদের পরিকল্পনাতেই তারেক রহমান ও বাবরের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছিল।’

বিএনপি ও ড. কামাল হোসেন এর সদ্য গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, ‘২১ আগস্ট হামলার পর ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছিলো এই হামলার সঙ্গে বিএনপির জোট জড়িত। সেই ২১ আগস্ট হামলাকারীদের সঙ্গে ড. কামালের ঐক্য রাজনৈতিকভাবে চরম অধঃপতনের ইঙ্গিত।’

বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যেদিন বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় সেদিন খালেদা জিয়া অনেক ভোরেই তার বাড়ি থেকে গোপনে বেরিয়ে গিয়েছিলেন। যিনি কোনোদিন দুপুর ২টার আগে ঘুম থেকে ওঠেন না, রাত ৮টার আগে স্থায়ী কমিটির বৈঠক করতে পারেন না, কেন সেদিন তিনি এত ভোরে ঘুম থেকে উঠে বাসা থেকে চলে গিয়েছিলেন? এ প্রশ্ন আজ পুরো জাতির।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষযক সম্পাদক আবদুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর বিপ্লব বড়ুয়া, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।