প্রত্যেক বিভাগের জন্য বিএনপির পৃথক বুথ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ চলছে। সোমবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টায় নয়াপল্টনস্থ দলের প্রধান কার্যালয়ে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রি ।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফরম কেনার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। ফরম বিক্রি করছেন  বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

মনোনয়ন প্রত্যাশীদের সুবিধার্থে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগওয়ারী বুথ করা হয়েছে। কুমিল্লা বিভাগের জন্য ২য় তলায় মহিলা দলের অফিস, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য ২য় তলা মিটিং রুম, রাজশাহী ও রংপুর বিভাগের জন্য ৫ম তলা শ্রমিক দলের কেন্দ্রীয় অফিস, খুলনা ও ফরিদপুর বিভাগের জন্য ৫ম তলা স্বেচ্ছাসেবক দলের অফিস, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ ৪র্থ তলা ছাত্রদলের কেন্দ্রীয় অফিস এবং বরিশাল বিভাগের জন্য ৪র্থ তলা যুবদল দক্ষিণ অফিসে বুথ করা হয়েছে।

এছাড়া মনোনয়ন প্রত্যাশিদেরকে আজকের মধ্যেই ব্যক্তিগত বিদ্যুত, পানি, গ্যাস, টেলিফোন ইত্যাদি বিল পরিশোধ করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।