করোনায় আক্রান্ত ফিফার প্রেসিডেন্ট

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে জিয়ান্নি ইনফান্তিনো ফিফা প্রেসিডেন্ট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতিে নিজেদের ওয়েবসাইটে এমন খবর জানিয়েছিলো সংস্থাটি। খবর স্কাই স্পোর্টসের।

ফিফা প্রেসিডেন্টের করোনার মৃদু উপসর্গ রয়েছে। ৫০ বছর বয়স্ক ইনফান্তিনো আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন। গত কয়েক দিনে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও আইসোলেশনে থাকার অনুরোধ জানানো হয়েছে। ফিফা ইনফান্তিনোর দ্রুত আরোগ্য কামনা করেছে।

ইনফান্তিনো শেষবার জনসম্মুখে আসেন গত ১৬ অক্টোবর। সেদিন ফিফার একটি সামিটের শেষ দিন দেখা যায় তাকে। ভিডিওর মাধ্যমে সবাই যোগ দেন ওই সামিটে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বময় বিস্তার ঘটিয়েছে। ফুটবলেও থাবা বসিয়েছে এটি। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলে সবশেষ বড় নাম হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান কিংবদন্তি এখন কোয়ারেন্টিনে।