রাজধানীতে ২৫ লাখ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর মিরপুর থানাধীন কল্যানপুর এলাকা হতে ২৫ লক্ষ টাকার হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রবিবার র‌্যাবের মিডিয়া সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত বাস জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ০১ টি পরিবহন বাস যোগে কতিপয় মাদক ব্যবসায়ী পরষ্পর যোগসাজসে নিষিদ্ধ হেরোইন নিয়ে রাজশাহী হতে ঢাকার মিরপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের আভিযানিক দল সকাল ০৫.২০ এ রাজধানীর মিরপুর মডেল থানাধীন কল্যানপুর ১/১ বি, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন গেইট এর সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করে। অতপর সকাল ০৫.৪০ ঘটিকায় বাসটি উক্ত স্থানে পৌঁছালে বাসটি সন্দেহ হলে থামার জন্য সংকেত দিলে গাড়ির চালক রাস্তার পাশে বাসটি থামায়।

বাস চালক মোঃ তুহিন (৩৫) ও যাত্রী মোঃ মোহাইমেনুল ইসলাম (৩০) কে হেরোইনের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন আছে বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্য মতে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩৮ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদক ক্রয় করে পরিবহন বাসের অন্তরালে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।