সৌরভ শীল,চুনারুঘাট (হবিগঞ্জ)
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ‘৫২৪৮তম’ শুভ আবির্ভাব তিথি, শুভ জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে বর্ণাঢ্য র্যালী, পূজা পার্বণ ও প্রার্থনায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গন ও বড়াইল গ্রামে শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় বর্ণাঢ্য র্যালী, পূজা পার্বণ ও সর্বজীবের মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়া হতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়, পৌরশহর প্রদক্ষিণ করে আখড়ায় এসে সর্বজীবের মঙ্গল কামনায় প্রার্থনার মাধ্যমে র্যালী সমাপ্তি হয়। বিকেল ৩টায় শ্রীশ্রী বাসুদেব মন্দির হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে মন্দিরে এসে সর্বজীবের মঙ্গল কামনায় প্রার্থনার মাধ্যমে র্যালী শেষ হয়।
উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে মঙ্গলার্থে ব্রতী হয়ে, বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করছেন।