অতীতের মতো কৃষক বান্ধব নেতৃত্ব আশা করে কৃষকলীগ: কৃষিবিদ সমীর চন্দ
আগামী ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম জাতীয় সন্মেলনকে ঘিরে চলছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শেষ মুহূর্তের প্রস্তুতি। সন্মেলনের নানা দিক নিয়ে পলিটিক্সনিউজ এর সাথে কথা বলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ন সম্পাদক ও কৃষিবিদ ইন্সটিটিউশনের যুগ্ম মহাসচিব কৃষিবিদ বাবু সমীর চন্দ ।
আওয়ামীলীগের ২০ তম জাতীয় সন্মেলন কেন গুরুত্বপূর্ণ জানতে চাইলে তিনি বলেন “বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে এই পর্যন্ত যত সফলতা আছে, সবই বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামীলীগের ২০ তম জাতীয় সন্মেলনের মধ্য দিয়ে নেতৃত্বের বিকাশ এমনভাবে ঘটবে, এমন নেতৃত্ব তৈরি হবে যা বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র , এক কথায় বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলার পথে অগ্রগতির ধারাকে অব্যাহত রাখবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গঠনে ২০৪১ পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে”।
সন্মেলনে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের ভোটাধিকার না থাকা নিয়ে কৃষিবিদ বাবু সমীর চন্দ বলেন , আওয়ামীলীগের গঠনতন্ত্রে সহযোগী সংগঠনের ভোটাধিকার নেই, তবে আমাদের সাংগঠনিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার কাছে আমরা আমাদের মতামত তুলে ধরতে পারি। তবে ভোটাধিকার থাকলে ভালো লাগত।
সন্মেলনে কৃষক লীগের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ কৃষক বান্ধব পরিবেশ সৃষ্টি করে খাদ্য ঘাটতির দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে, খাদ্য আমদানির দেশকে খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছে। কৃষকলীগ এবং বাংলার কৃষক সমাজ প্রত্যাশা করে, বাংলাদেশ আওয়ামীলীগের সন্মেলনে অতীতের মত এবারো কৃষক বান্ধব নেতৃত্ব আসবে”।