আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেনের সাক্ষাৎকার
আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের দুই দিনের মাথায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর আংশিক নাম ঘোষণা করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির আংশিক নাম ঘোষণা করেন। উক্ত কমিটিতে তথ্য ও গবেষণা সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন অ্যাড. আফজাল হোসেন।
পলিটিক্সনিউজ২৪.কম এর সাথে নানা বিষয়ে কথা বলেন পুনঃনির্বাচিত কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।
তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হওয়ার অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন “বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ আমাকে এই পদে নির্বাচিত করার জন্য। আমি অত্যন্ত আনন্দিত। আওয়ামীলীগের সকল নেতাকর্মী, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার শুভকামনা করেছে তাদের প্রতি আমার শুভেচ্ছা”।
তথ্য ও গবেষণা সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। পরিচিত দায়িত্ব। কোন পরিকল্পনা? জানতে চাইলে অ্যাড. আফজাল হোসেন বলেন , “আমি নিজেকে আওয়ামীলীগের একজন নেতা না, কর্মী মনে করি। দলকে শক্ত সাংগঠনিক ভিত্তির উপর দাড় করানোর চেষ্টা করে গেছি এবং ভবিষ্যতেও করে যাবো। পাশাপাশি দলের যে তথ্যভাণ্ডার, দলের যে ইতিহাস- ঐতিহ্য , বঙ্গবন্ধুর কীর্তিগাঁথা যা সারাদেশে ছড়ায়ে আছে তা সংগ্রহ করে শক্তিশালী তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাবো” ।