দুই মাসে ৫ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ধারাবাহিক জেলা সফরের অংশ হিসেবে এ বছরের মার্চ ও এপ্রিলে আরও ৫টি জেলা সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নির্বাচনি প্রচারণার পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন ।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
জেলা গুলো হলো চাঁদপুর, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, গাজীপুর ও ময়মনসিংহ ।
প্রত্যেকটি জেলায় জনসভার আয়োজন করবে জেলা আওয়ামী লীগ। সেখানে অংশ নিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
২১ মার্চ বন্দর নগরী চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে আবারও এই সফর শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১ এপ্রিল চাঁদপুরে, ৫ এপ্রিল ময়মনসিংহ, ২৫ এপ্রিল ঠাকুরগাঁও সফরে যাবেন তিনি। এর আগে-পরে গাজীপুরে সফরে যাওয়ার কথা রয়েছে। ৩ মার্চ খুলনায় জনসভা করেছেন তিনি।
১১ মার্চ প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফরের যাওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুরের সফর শেষে ১৪ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের রাষ্ট্রীয় সফর শেষ করে জেলা সফর শুরু করবেন।
ইতোমধ্যে এ বছর যশোর, সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সফর করে সেখানে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ সফরের ব্যাপারে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘এসব জেলার উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করতে যাবেন। উনি যেহেতু আওয়ামী লীগ সভাপতি তাই জেলা আওয়ামী লীগের অনুরোধে তাদের আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।