পিছিয়ে গেল আওয়ামী লীগের ভারত সফর
ভারতে চলমান সোলার সম্মেলনের কারণে পিছিয়ে গেল আওয়ামী লীগের ভারত সফর। মার্চের শেষ সপ্তাহে বা এপ্রিলে সফরের নতুন দিনক্ষণ নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র।
আওয়ামী লীগ ও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের আলোচনার ভিত্তিতে এ সফর পেছানো হয়।
গেল রোববার দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ভারতে যাওয়ার কথা ছিল প্রতিনিধি দলের। বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব জুনে বাংলাদেশে সফরে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিদলকে সে দেশ সফরের আমন্ত্রণ জানিয়ে যান। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাদের আগামী ১০ থেকে ১৪ মার্চ ভারত সফর করার কথা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়। এ জন্য ২০ সদস্যের নামও জমা দেওয়া হয় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে।
এ সফরে ভারতের রাজধানী নয়াদিল্লির বাইরে মুম্বাইয়েও তাদের একাধিক কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন ভারতীয় কূটনৈতিক সূত্র।