এরশাদের সব কথার উত্তর দিতে নাই: নাসিম
১৪ দলের মুখ্যপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এইচ এম এরশাদের সব কথার উত্তর দিতে নাই।
মঙ্গলবার দুপুরে, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এরশাদ সোমবার বলেছিলেন, দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। আর দেশে নারী নির্যাতন বেড়ে গিয়েছে।
মাহবুবউল আলম হানিফ বলেন, সিএনএন’র অনলাইনে এসেছে বাংলাদেশে ১২৫ টি জঙ্গি সংগঠন আছে। আমি মনে করি এতে তারেক রহমানের পৃষ্ঠপোষকতা রয়েছে। তাছাড়া, জাফর ইকবালের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। লন্ডনে বসে সরকারকে উতখাত করার ষরযন্ত্র এটি। জামায়াতকে নিষিদ্ধ করার পর সংগঠনটি বিভিন্ন নামে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা আবুল হোসেন বলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা নিম চন্দ্র ভৌমিক, জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া প্রমুখ।