সেতু মন্ত্রীর মায়ের মৃত্যুতে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুনন্নেছার মৃত্যুতে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার বাদ মাগরীব বায়তুল মোকাররমে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে দুই সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
গত ২৬ ফেব্রুয়ারী সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা । মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯২বছর।
দোয়া ও মিলাদ মাহফিলে এক সংক্ষিপ্ত বক্তব্যে ওবায়দুল কাদেরের ভাই ফজলুল কাদের মিন্টু উপস্থিত মুসল্লিদের কাছে তার মায়ের জন্য দোয়া ও তার রুহের মাগফেরাত কামনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বেগম ফজিলাতুন্নেসার পুত্র ফজলুল কাদের মিন্টু, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মমদ আফজাল, নোয়াখালি জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবউদ্দীন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সহসভাপতি নূরুল আমীন রুহুল, আওয়ামীলীগ কেন্দ্রীয় দপ্তর উপকমিটির সহ সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, বায়তুল মোকাররম মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মহীউদ্দিন মুজুমদার বাদল, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক নুরুন নবী ভুঁইয়া রাজু, মফিজ উদ্দীন , গোলাম শরীফ চৌধুরী পিপুল, নুর নবী টিপু, কবিরহাট উপজেলা সমিতির সভাপতি জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নূরুল্লাহ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল করিম জুয়েল , মাহবুবুর রশিদ মঞ্জু, এ্যাডভোকেট মোনায়েম নবী শাহীন, মামুন বিন জাকারিয়া, গোলাম রাব্বানী প্রমুখ।