খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই করতে রাজী ড. কামাল
বেগম জিয়ার পক্ষে আইনি লড়াইয়ে অবতীর্ণ হতে রাজী ড. কামাল হোসেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ মে আপিল বিভাগে বেগম জিয়ার জামিনের আবেদনের শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বুধবার রাতে তাঁর সঙ্গে মামলার ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর সঙ্গে তাঁর কথা হয়।
একাধিক সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনি পরামর্শক লর্ড কারলাইল এর ব্যক্তিগত অনুরোধে ড. কামাল হোসেন বিএনপি চেয়ারপারসনের মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন। যুদ্ধাপরাধীদের পক্ষে প্রচারণাকারী এই ব্রিটিশ আইনজীবী ড. কামাল হোসেনের ব্যক্তিগত বন্ধু। গত মঙ্গলবার ড. কামাল হোসেনের সঙ্গে লর্ড কারলাইল এর টেলিফোনে আলাপ হয়। অবশ্য অন্য একটি সূত্র বলছে, লন্ডনে ড. কামালের জামাতা ডেভিড বার্গম্যানকে বিপুল অর্থ দিয়েই ড. কামালকে রাজি করানো হয়েছে। বিএনপির একজন নেতা বলছেন ‘ড. কামাল বেগম জিয়ার মামলার ব্যাপারে কিছুই করতে পারবেন না। এটা করা হচ্ছে সরকারকে মনস্তাত্বিক চাপে ফেলার জন্য।’
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানিতে আইনজীবী হিসেবে অংশ নেয়ার অনুরোধ ফিরিয়ে দিয়ে ছিলেন আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।