রাজধানীর দোয়েল চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সামিউল আলম সোহান (৪৫) আহত হয়েছেন। তিনি ডাক্তার এশোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহানগর সাধারণ সম্পাদক।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক সামিউল জানান, তার বাসা খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায়। সকালে তিনি বাসা থেকে মোটরসাইকেলে বার্ন ইউনিটে যাচ্ছিলেন । কিন্তু দোয়েল চত্বর পার হয়ে শহীদুল্লাহ হলের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেল আরোহী দুই যুবক তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় তাকে বার্ন ইউনিটে নিয়ে আসে পথচারীরা। তবে, কে বা কারা কি কারণে তাকে আঘাত করেছে তা বলতে পারেননি ডা. সামিউল।
ঢামেক বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জন ডা. শরিফুল ইসলাম বলেন, ‘ডা. সামিউলের পিঠের বাম পাশে বড় ধরনের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আঘাতের জায়গায় মোট ৪৫টি সেলাই লেগেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত আছেন।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘ডা. সামিউলের বিষয়টি শুনেছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’