খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘জেলকোড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সরকার। এ নিয়ে আপনারা কোনো ধরনের রাজনীতি করার চেষ্টা করবেন না।’
সোমবার (১১ জুন) মহানগর নাট্যমঞ্চে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান। যুবলীগ এ সভার আয়োজন করে।
একাদশ নির্বাচন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ‘একাদশ নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপির দাবি মানার কোনো সুযোগ নেই।’
আইনি লড়াই ছাড়া বেগম জিয়াকে মুক্ত করার আর কোনো পথ নেই বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মো হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, দপ্তর সম্পাদক কাজী আনিস, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রমুখ।