খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি।খালেদা যে অসুস্থ নয় তা মানুষ বুঝে গেছে ।’ মঙ্গলবার (১৯ জুন) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটি আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
খাদ্যমন্ত্রী অভিযোগ করে বলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে তাকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে । তিনি বলেন, ‘কোনও রকমে খালেদা জিয়াকে বিদেশ পালানোর সুযোগ করে দেওয়া যায় কিনা সেই সুযোগ খুঁজছে বিএনপি। তারা ৯ বছর একটি মামলার কার্যক্রমকে বিলম্ব করেছে। এখন অসুস্থতা নিয়ে রাজনীতি করে আপিলকে দেরী করানোর ফন্দী তাদের। সরকার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা করাতে চাইলেও তিনি চিকিৎসা নিচ্ছেন না।’
খাদ্যমন্ত্রীর ভাষ্য, ‘একজন অসুস্থ ব্যক্তির নিজ দায়িত্ব চিকিৎসা নেওয়া। কিন্তু খালেদা জিয়া তা নেবেন না। তাকে চিকিৎসা দিতে গেলেও বাধা সৃষ্টি করবেন। তিনি সত্যিই অসুস্থ হলে চিকিৎসা করতে দিতেন। তার অসুস্থতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এগুলো বন্ধ করুন। অহেতুক মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে লাভ হবে না।’