জাতীয় থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের যত অর্জন সবই আওয়ামী লীগ-বঙ্গবন্ধু-শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় আওয়ামী লীগ প্রতিষ্ঠা, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন অর্জন তুলে ধরেন আমু।
শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আওয়ামী লীগের আদর্শ, লক্ষ্য উদ্দেশ্য নিরূপণ করা হয়েছে। জনগণের ওপর বাড়তি কর চাপানো হয়নি। নিত্যপণ্যে বাড়তি শুল্কারোপ হয়নি।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর থেকে দেশকে পাকিস্তানি ঘরানা করার চক্রান্ত শুরু হয়। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে দেশকে পিছিয়ে দেন। জনগণকে মিথ্যা বলে দীর্ঘ সময় বিএনপি ক্ষমতায় থাকে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিতে চলেছে।