বাংলাদেশে চলমান কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ইউনির্ভাসাল ভয়েস ফর জাস্টিসের (ইউভিজে)।
শুক্রবার পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের চেয়ার সাঈদ বাকীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, সাংবাদিক সামসুল আলম নিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট কমিটির সদস্য নসরুল্লাহ খান জুনায়েদ, মির্জা আহসাব বেগ, সাবেক ছাত্রনেতা আতাউল্লাহ ফারুক, আমিমুল হাসান তানিম, মুক্তিযুদ্ধ মোহাম্মদ মুস্তাফাসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ।
বক্তারা কোটা আন্দোলনের জড়িত সকল সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন বন্ধ ও আটক ও গ্রেফতারকৃত সকলকে নিংশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।
বক্তারা বলেন, সাধারণ নিরীহ শিক্ষার্থীদের উপর এমন ন্যাক্কারজনক হামলা দেশের মধ্যে বাক-স্বাধীনতাকে প্রশ্নাবিদ্ধ করে তুলেছে। এর পাশাপাশি পুরো ঘটনাজুরে পুলিশ ও প্রশাসনের নির্বিকার ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীদেও মুক্তি ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করারও জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইউভিজের সেক্রেটারি মোহাম্মদ শাকিল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম, অফিস সেক্রেটারি মো. হাবিবুর রহমান পিয়াল, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর আহমেদ ফুয়াদ হাসান, সাধারণ সদস্য মোহাম্মদ কাফায়েত উল্লাহ সরকার, হাদিসুর রহমান খান, মোহাম্মদ শাকিল মিনহাজ, ওমর ফারুক।অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ যুক্তরাজ্যের আহবায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়ক সাদিয়া আক্তার টুম্পা, মনোয়ার হোসেন, নাহিয়ান সজিব, ফয়জুল হক, আবু নোমান, মোছলেমা এশা, হুমায়ুন কবির সহ লন্ডনের অবস্থানরত সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থী, ব্যাবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ।