বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বেপরোয়া বাসের চাপায় সহপাঠীদের মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
সোমবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে ১৫৩, ১৫৩ (ক) ও ১০৯ ধারায় করা এই মামলাটি গ্রহণের বিষয়ে এখনও কোনো আদেশ দেয়া হয়নি।