শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। কারাবন্দি হওয়ার পর ‘অসুস্থতার কারণে’ এই মামলায় তাকে কোনোবারই হাজির করা হয়নি।
মঙ্গলবার (৭ জুলাই) তাকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু কারা কর্তৃপক্ষ জানায়, ‘তিনি অসুস্থ। শারীরিক অক্ষমতার কারণে আদালতে হাজির করা গেল না।’ এ পর্যায়ে খালেদা জিয়ার জামিন ৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেন আদালত। ওইদিন এ মামলার পরবর্তী শুনানি হবে।
পুরান ঢাকার বকশিবাজারস্থ অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। এদিন খালেদা জিয়ার জামিন বৃদ্ধির আবেদন করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ ৫ সেপ্টেম্বর ধার্য করে ওই দিন পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধির আদেশ দেন।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১ ফেব্রুয়ারি আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে এবং খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন বাকী আছে।