উন্নয়নের উদাহরণ হবে কৃষি মন্ত্রনালয়ঃ ভারপ্রাপ্ত কৃষি সচিব নাসিরুজ্জামান
কৃষি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো:নাসিরুজ্জামান। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রনালয়ের উর্ধতন নিয়োগ-১ শাখার উপসচিব জনাব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়। এর পূর্বে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
মো: নাসিরুজ্জামান সিনিয়র সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ-এর স্থলাভিসিক্ত হলেন। কৃষি মন্ত্রণালয়ের সাবেক এ সিনিয়র সচিব গত ১৮ আগস্ট পিআরএলে গেছেন।
কৃষি মন্ত্রনালয় নিয়ে তার ভাবনা জানতে চাইলে মোহম্মদ নাসিরুজ্জামান বলেন, মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্দেশনায় কৃষি মন্ত্রনালয়কে উন্নয়নের উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করব।
উল্লেখ্য, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান মোহম্মদ নাসিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মন্ত্রনালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।