আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের জাতীয় কবি অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনায় সমৃদ্ধ ছিলেন। বিদ্রোহী কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা শপথ নিব বাংলাদেশে যে সাম্প্রদায়িকতা বিষবৃক্ষ এখন ডালপালা বিস্তার করে আছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে নজরুলের চেতনায় এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা উৎপাটন করব।’
সোমবার (২৭ আগস্ট) জাতীয় কবির ৪২তম মৃত্যবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘কবি নজরুলের সব লেখনী, গান, কবিতা সব কিছুতেই অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা সুদৃঢ় রয়েছে। আজকে জাতীয় কবির মহাপ্রয়াণ দিবসে আমাদের অঙ্গীকার হোক অসাম্প্রদায়িক বাংলাদেশে বিনির্মাণের।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিদ্রোহী কবি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাহিত আছেন। যেটি দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। না আনলে হয়তো পশ্চিমবঙ্গে তাঁর মৃত্যু হতো। বাংলার কবি বাংলাদেশে তাঁর মৃত্যু হয়েছে এবং বাংলার মাটিতে তিনি শুয়ে আছেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসাইন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া ও সদস্য মারুফা আক্তার পপি।